এবার থেকে দরজাটা
বন্ধই থাকবে।
কারণ
কেউ যদি খুঁজে পায় পথ।
হয়তো অকারণ
পথ দেখানোর পথ।
কি প্রয়োজন।
বন্ধই থাক দরজাটা।
জানতে হলে আমাকে
শুনতে হলে আমাকে
পড়তে হলে
কড়া নাড়তেই হবে।
কথা দিলাম
খুলে দেব দরজা।
আসনও আছে পাতা।
কিন্ত
কড়া নাড়তেই হবে।
জানতে হলে আমাকে
জানাতে হবে আমাকে।
বন্ধই থাক দরজাটা।
পাছে কেউ খুঁজে পায়
পথ দেখানোর পথ।