বলতে দ্বিধা নেই,
আমি তো বুঝিনা।
কিন্ত তুমি
ধর্ম বলতে কি বোঝো বলোতো?
কিছু রীতি নীতি আর?
কি হোলো আর কি?
কি বললে বিশ্বাস ?
আচ্ছা সেও না হোলো।
আর?
আচ্ছা কোনো এক মহাপুরুষের দর্শিত পথ।
সেটা অন্তত আমি বুঝি,
হয়ত সেটুকুই।
বাকি?
আচ্ছা এটাই সব তাই বলছ তো?
তার মানে
কোনো এক মহাপুরুষের দর্শিত পথ,
তাঁর বর্ণিত মত
হোলো ধর্ম।
তা বন্ধু তাঁর দর্শিত পথে ,বর্ণিত মতে
কোথায় কোন ধর্মগ্রন্থে
করেছেন ঈশ্বরকে পৃথক ?
শুধু তো ভালোবেসে দিয়েছেন আর একটি নাম,
সাজিয়েছেন তাঁকে ভালোবাসায়
আরও একটি সাজে।
আর তুমি ,আমি? ভালোবাসাটুকু ভুলে
সে সাজ সে পোশাকেই মশগুল।
শতাব্দীর পর শতাব্দী
সেই এক, এক ভুল
ধর্মের নামে মানবতাই চক্ষুশূল ।