এই খপ করে ধরেছি বর্তমানটাকে।
কে দেখতে চাও।
দেখে যাও।
গেলো গেলো গেলো অতীত হয়ে ,ধরা মাত্র।
তবে দেখেই যাও অতীতটাকে।
আচ্ছা তুমি এসেছো? বোসো তবে।
তবে আর অতীত নয়।
আবার
এই খপ করে ধরেছি বর্তমানটাকে।
আরে কোথায় গেলে তুমি?
ঐ তো আবছা দেখি যেন তোমায়।
হালকা আলোছায়ায়।
ঠিক যেন স্মৃতির মত।
ঠিক যেন অতীতের মত।
গেলে গেলে গেলে। তুমিও অতীত হয়ে । ধরা মাত্র।