যদি লিখতে পারতাম,
লিখে যেতাম অনর্গল ,আমার কবিতাগুলো
আকাশজুড়ে।
তোমাদের ধরা ছোঁয়ার বাইরে।
বৃষ্টি হয়ে ঝড়ে পড়তো হয়ত
দু একটা ভুল করে মাঝেমাঝে ।
তবে বেশীর ভাগটই রয়ে যেত
দেওয়াললিখন হয়ে।
গোটা আকাশজুড়ে, আকাশের বুকে।
নাগাল পেতে
মাথাটা উঁচু করতেই হোতো তোমাকে ।
তবেই হয়ত পড়তে আমাকে,
আমার কবিতাকে।