মেনে নেব তোমাদের কথা।
রইল শর্ত একটাই। বন্ধু দেখা কোরো।
কথা দিলাম
কলমে ভরে নেব আপসের কালি।
শিখে নেব দেখেও কি করে না দেখতে হয়।
কি করে মুখের কথায় মুখ বন্ধ রাখতে হয়।
শান্তি না হয় খুঁজবে এবার সুখ।
কথা দিলাম
ঢেলে দেব স্বপ্নের গুড়ে বালি।
কণ্ঠ জানাবে আকণ্ঠ কুর্ণিশ কংসকে।
আপসের সুরে না হয় ডাকবো ধ্বংসকে।
তবু চোয়াল জোড়া থাকবে হাসিমুখ।
মেনে নেব তোমাদের কথা।
রইল শর্ত একটাই। বন্ধু দেখা কোরো।
দেখা কোরো ,কিন্তু আমার স্বপ্নে।