অনেকদিনের ইচ্ছা ছিলো যে অনুভব করবো।
একেব্বারে লাইভ আমার ঘুমকে।
তা তো হোলোনা বললাম কালকে।
হবেই বা কি করে?
ভেবে দেখলাম যখন দেহ মন সবাই ঘুমোচ্ছে,
অনুভব করার তো কিছুই নেই।
আজ তাই
জাগ্রত অবস্থার লাইভ অনুভবটাকে
কয়েকবার ঝালিয়ে নিলাম।
হাসবেন না আবার
হ্যাঁ হ্যাঁ বেশ কবার।
নিজের শরীরে চিমটি কেটে
লাইভ অনুভব ঝালিয়ে নিলাম।
অল্প হলেও লাগছে বটে
অনুভবও বেশ ঢুকছে ঘটে।
কিন্তু মশাই বলুন দেখি সত্যিকারে
অনুভতিটা লাইভ বটে
কিন্তু
চিমটি আর অনুভবের মাঝে
যায়নি কি কিছু সময় কেটে?
ঠিক বলেছেন।
ইহ জগতের কোনোটাই নয়
কোনোটাই লাইভ।
জেগে থাকাটাও ডেফার্ড্ লাইভ।