হারিয়ে যেতে চাই।
তবে সেটা সম্পূর্ণটাই নিজের শর্তে।
নিভৃতবাস চাই না।
চাই না গুমরে মরার অন্তরাল ।
চাই না পুষ্পের আচ্ছাদন ।
না চাই কণ্টকের অন্তরায় ।
চাই কিছুটা সময়।
চাই নিজেকে নিয়ে অন্তর্ধান ।
দে ছুট ছেড়ে সবকিছু
প্রতিবারের মত।
হয়ত কোনো অচেনা কোনোখানে।
যেখানে আমার ভালো আমার মন্দ
পাবে নতুন পরিচয়।
হারিয়ে যেতে চাই আবার
আবার অপরিচিত হয়ে।
হয়ত আবার হয়েছে সময়।
আমার অক্ষমতাই হোক আমার পরিচয় ।