বন্ধু হতে কি পারে ?
সৃষ্টির আদিতেই ভুল?
ভুল করে সৃষ্ট এ সৃষ্টি ?
ভাবছো বুঝি ভাবনাটাই ভুল।
একটু দেখো তো ভেবে,
এ বিশ্ব এ চরাচরে,
সৃষ্টির এপাড়ে।
একান্ত আমার তোমার অনুভবে
একটি সজীব পৃথিবী ।
বাকি সব ,সব শুধু শব।
যেদিকে দুচোখ চায়,
যতদূর অনুভব ধায়।
বলবে জানি আমার অক্ষমতা ,
আমার মানের নিম্নতা ।
কিন্তু কেন? ইচ্ছাকৃত ?
এ কেমন ইচ্ছা?আদ্যন্ত বিকৃত।
অনুভব বোধে এই এ ঘাটতি ।
হাঃ হাঃ।
তবেই না হবে ঈশ্বরপ্রাপ্তি।
প্রতিবাদ আমার শূন্যে মেলায়,
রাত পোহালে দিন এসে যায়,
বিশ্বাস ভয় বাঁচার আশায়।
ঈশ্বর সেই ঠিক টিঁকে যায়।
শত কোটি ভুল,পার পেয়ে যায়।
তবে সব সব কিছু গোল পেকে যায়।
ব্যতিক্রম এক ভুল ভাবনায়।
খেলাশেষে যদি এই ফলাফল হয়,
আমিই ঈশ্বর এ সৃষ্টি পাশায়।
তবে হায় হায়
সব দায়, আমাতেই বর্তায়!