যদি বলি
ঈশ্বর একটি সমষ্টির নাম।
জানি বলবে
তিনি তারও উর্ধে,
উর্ধে বোধেরও ।
আমি বলবো
তবে তা আমার অজ্ঞানতা।
জুড়ে নেব অজ্ঞানতাকেও
সমষ্টির সাথে।
তবুও পৃথক কেউ নয়।
যদি বল
সমষ্টির নিয়ন্ত্রক ।
তবে তাকেও নেব জুড়ে।
যদি মেনে নাও
ভুলো না সমষ্টির একজন হতে।
প্রার্থনার সময় মনে রেখো,
দায়িত্ব তোমরও আছে।
আর
যদি না মানো
প্রার্থনার সময় মনে রেখো,
সমষ্টিও হয়তো করছে প্রার্থনা ।
হয়তো তোমারই কাছে।
দায়িত্ব তোমরও আছে।
সেই সমষ্টির কাছে।