দুটি চোখ অনন্ত দৃশ্য।
একটি মন অসংখ্য অনুভুতি।
প্রেক্ষাপট চির অস্থির ।
চির অব্যয় পরিবর্তন ।
জন্ম কর্ম মৃত্যু
জীবন বৃত্তের পরিধি ।
সূত্র কষা জীবনভর।
প্রেম তবে তুমি কি?
ভুল করে কেন্দ্র বলে দাবী কোরো না যেন।
কারণ
কম্পাসের  হুলের খোঁচা খেতে হবে প্রতিবার।


   নিজেরই হাসি পাচ্ছে। প্রেমের কবিতা। সেটাও রূপক? অযৌক্তিক ।অসম্ভব। হয়ত বিরহই হবে। সবকটিই টিক করে দিই। যা হবে দেখা যাবে।