ছবির মত সময় যখন
স্থবির হয়ে যায়।
এক পলকে অনেক স্মৃতি
আটকা পড়ে যায়।
অসহায় মন অলীক স্বপ্নে
প্রাণের স্পর্শ চায়।
শূন্য এ বুকে ব্যর্থ কান্না
মিথ্যে মুখ লোকায়।
জানি নিয়তির সময় ফুরোলে
দিতে হবে পাড়ি একা।
শুধু ছবি হয়ে থেকোগো তখনও
ছবিতেই হবে দেখা।