রাত নামলেই
অনেক চিঠি আসে প্রতিদিন।
নানা প্রশ্ন ,আগের উত্তর।
নানা জল্পনা, নানা কল্পনা ।
অজস্র সমাধান, অগণিত হেঁয়ালি ।
উত্তরও দিই।
আমার মনের মত মনে হলে।
কিছু ভাবায় কিছু এমনিই হারায়।
কিছু ফুল হয়ে এমনিই ঝড়ে যায়।
তারই মাঝে কিছু ফুল
ঝড়ার আগে আলগোছে তাকায়।
হয়ত আরও কিছুটা সময় চায়।
পায় না সবাই,
কারণ অনেক চিঠি এখনও অপেক্ষায়।
আর যে পায় সেই,
সেই রাতের প্রেমিকা ,
আমার কবিতা হয়।