কতটা?
হে প্রেমিক
কতটা ভালোবাসো তুমি
তোমার মনের মানুষটিকে?
বলবে অনেক।
ঠিক কতটা আমি জানতে চাই।
সঠিক একটা পরিমাপ চাই।
একশো দুশো পাঁচশো?
গ্রাম লিটার মিটার?
কতটা?
কই চুপ কেন?
উত্তর নেই কেন?
ঠিক কতটা আমি জানতে চাই।
কি বললে?
আবার বলো।  
অসীম?
মানে সোজা কথায়
মাপতে পারোনি।
অথচ বলছ ভালোবাসো!!
অথচ বলছ
সে ভালোবাসার  অস্তিত্বও নাকি আছে!!
হে প্রেমিক
সত্যিই তাই।
ভালোবাসার  কোনো রূপ নাই।
গন্ধ নাই।
কোনো পরিমাপ নাই।
অনুভুতি বিনা কোনো অস্তিত্বও নাই।
ঠিক তাই।
ঈশ্বরও ঠিক এমনটাই।

তবে চিন্তা শুধু একটাই।
কাল না হোক পরশু
আবিষ্কার না হয়
ভালোবাসা মাপার যন্ত্রটাই ।

হয়তো ঈশ্বরও ঠিক চাইছেন তেমনটাই।