চারটি হাত। কত কথা।
কত বিষয়।
ফুল গাছ পার্ক বেন্চি।
অপেক্ষা । মান ,অভিমান।
সিনেমা হল।
ম্যাটিনি। না পেলে
গড়ের মাঠ। এস্প্ল্যানেড।
ভিক্টোরিয়া  ।
হোটোল রেস্তোরাঁ । কেবিন।
চারটি হাত। কত কথা।
কত বিষয়।

আজও প্রতিরাতেও।
চারটি হাত। কত কথা।
তবে বিষয়  একটি।
মশারি  কে টাঁঙাবে?

..........................

আবার এলো হঠাৎ  ই কিছু কথা কিছু অনুভুতি। লিখে ফেললাম। ১২ :৩৫।
..........................



লিখতে ইচ্ছে করেনা আর তোমায় কবিতা।
বড় অশ্লীল তুমি।
প্রতিবার না জানি কেন সম্ভোগের আশায়।
নগ্ন কর আমায়। কেন?
বোঝোনা?
দেখছে আমায় তোমায়। গোটা দুনিয়া।
তুমিতো রয়ে যাবে আড়ালে প্রতিবার।
আমার।
আর আমি নগ্ন প্রতিবার।