প্রশ্ন  তো আমিও করতে পারি।
কি কবে  কেন কোথায়,
কখনই বা।
আদি অন্ত আদ্যপ্রান্ত ।
করিনি যে তাও নয়।
তবে করিনা আর।
মুক্তি চায় ক্লান্তি আমার।
হয়ত চালশে,
তাই
চশমায় খুঁজি দৃষ্টি।
চশমা তো আর কাঁদেনা।
করেনা প্রশ্ন ও।
হয়ত
খালি চোখ, ঝাপসা দৃষ্টি
পায় ভয়।
হয়ত এখন আর
প্রশ্ন  নয়।
ঘনাচ্ছে সময়।
এখন প্রশ্নগুলোকেই উত্তর মনে হয়।
তবু
তবু কিছু প্রশ্ন এখনও রয়ে যায়।
কি ,কেন আর নয়।
এখন শুধু,
কখন ,কবে ,
হয়ত কিভাবে এবং কোথায়?
এবং
আর একটি প্রশ্ণ
“তারপর”?
এখনও বড্ড ভাবায়।

কবিতাটি একবার আবৃত্তি করার চেষ্টা করলাম। ভুলভ্রান্তি ক্ষমা করবেন। দয়া করে হেডফোনে শুনবেন।
ইউটিউব লিংকটি পাঠালাম।