পারছি না তো।
শুধু তো এড়িয়েই  যাচ্ছি।
জানি উত্তরগুলো জানা।
তবুও শেষ পর্যন্ত
পাশ তো কাটিয়েই যাচ্ছি।
আর
অসহ্য লাগলেই,
জানালা বন্ধ করে
এসিটা অন করে নিচ্ছি।
কমিয়ে নিচ্ছি শরীরের বাড়তি উত্তাপ।
আর
লিখে ফেলছি কিছু ছাইপাঁশ ।
মাঝখান থেকে কাতরাচ্ছে কবিতাগুলো।