এভাবেই চলে যেতে চাই।
কিছুটা ধোঁয়া
কিছুটা ছাই।
হবে আমার শেষ পরিচয়।
বন্ধু সেদিন তুমি থেকো।
ধরিয়ে দিও আমার শীতল হাতে
আমার কবিতার খাতাখানি।
আমি আর আমার কবিতা
একসাথে হব ছাই।
ছাইভস্ম
আমি আর আমার কবিতা।
হবে সেটাই আমার শেষ পরিচয়।
এভাবেই চলে যেতে চাই।