তুমি বলবে
নষ্ট করেছি।
আমি বলবো এই যথেষ্ট।
তুমি বলবে
পারতে আরও।
আমি বলবো বড্ড কষ্ট।
তুমি বলবে
স্বপ্নগুলো?
আমি বলবো ঘুমের মাঝে।
তুমি বলবে
জীবন তবে?
আমি বলবো ব্যস্ত কাজে।
তুমি বলবে
শপথগুলো?
আমি বলবো রঙ বদলায়।
তুমি বলবে
পাল্টে গেলে?
আমি বলবো পাল্টে যায়।
তুমি বলবে
নেই আক্ষেপ ?
আমি বলবো এই তো বেশ।
তুমি বলবে
এটাই শেষ?
(আমি বলবো ছদ্মবেশ ।)