হেডঅফিসের বড়বাবুর
কুকুর অনেকগুলো,
চার পাঁচটা মেনি
আর চার পাঁচটা হুলো।
মাঝে মাঝেই অফিস গ্রুপে
ছবি করেন পোস্ট,
সত্যিই বলছি ছবিগুলো
আনওয়ান্টেড মোস্ট।
হঠাৎ করে একদিন তিনি
প্রায় মধ্যরাতে,
করলেন পোস্ট নিজের ছবি
আটটি  কুকুর সাথে।
লিখলেন সাথে সুন্দর এক
ক্যাপশান দাও দেখি।
দেখি তোমাদের কলমের জোর
সত্য নাকি মেকি ।
পরদিন সেই সকাল থেকেই
পড়ে গেল শোরগোল
ছবির নামের  রকমফেরে
অফিস ডামাডোল ।
কেউ দেয় নাম “কুকুরের সাথে
আমাদের বড়বাবু”।
নাকচ কারণ একই লাইনে
কুকুর আর তার প্রভু।
পালবাবু তিনি মানবিক খুব
বললেন এগিয়ে
এইটে কেমন?“ বড়বাবু
সন্তানদের নিয়ে”।
চলবে না এ বলল হেঁকে
এ্যাকাউন্টসের দেবা,
বলতে কি চান বড়বাবু
কুকুরগুলোর বাবা?
সকাল গেল দুপুর গেল
বিকেলও প্রায় যায়।
অজ্ঞ বিজ্ঞ একযোগে শুধু
মাথাই চুলকে যায়।
হঠাৎ দেখি জুনিয়র ক্লার্ক
অসীম তলাপাত্র,
বলছেন ডেকে করলাম পোস্ট
এক্ষুণি এই মাত্র।
করে দিয়েছি কেল্লাফতে
এক ক্যাপশানে কাবু,
“বামদিক থেকে তৃতীয়
আমাদের বড়বাবু”।
শোনা  মাত্র এক নিমেষে
অফিস পুরো ফাঁকা।
বসে রয়েছেন তলাপাত্র
তার চেয়ারে একা।


******  এরপর তলাপাত্রের অবস্থা কোন তলানিতে ঠেকেছিলো। সেটা আর নাই বা বললাম।