আমি একটি বৃত্ত ।
কেন্দ্র ক্ষেত্রচ্যুত,
সীমাচ্যূত, আত্মহারা,
আপনভোলা ,পাগলপারা।
হাঁপিয়ে মরে মাত্রিকতা,
ফুঁপিয়ে মরে তাত্ত্বিকতা।
তবু কেন আমি এক বৃত্ত?
প্রতি জীবনের শেষ প্রান্তে
আমি এক উদ্বৃত্ত ।
ক্লান্তিকর ত প্যাঁচ খা,
সীমাহীনতার ঢালের আড়াল ,
একই পুনরাবৃত্ত ।