বড় মায়া হয় তোমার ওপর।
বড় পরনিরর্ভরশীল তোমার অস্তিত্ব।
অনুভুতি সমেত চোখ বোজালে
নিশ্চিহ্ন তুমি।
অনাথ তোমার অস্তিত্ব।
দিশেহারা তুমি হয়ত লোকাও
অসাড় সত্যের আড়ালে।
অপেক্ষায় হয়ত থাকো,
সত্যের উপলব্ধিতে ক্লান্ত
আমার বোধ
কবে ফের চোখ মেলে তাকায়,
সমস্ত অনুভুতি সমেত।
বড় মায়া হয় তোমার ওপর।
হে প্রপঞ্চময়
বড় মায়া হয় তোমার ওপর।