অত একান্ত ,আপন করে
জড়িয়ে ধোরো না মাকে।
প্রতিবার উত্যক্ত কোরোনা আমাকে।
হিংসে হয়।
বড় হিংসে হয়।
মা সে আমারও।
নয় কারো একার। না তোমারও।
মা যতটা তোমার।
ততটাই আমার।
এ গোটা বিশ্ব মায়েরই সংসার।
দেশ রাজ্য বিভেদের কারাগার ।
অত একান্ত ,আপন করে
জড়িয়ে ধোরো না মাকে।
প্রতিবার উত্যক্ত কোরোনা আমাকে।
হিংসে হয়।
বড় হিংসে হয়।