সময় কাটে সময় যায়।
সময় করে বদলায় বিজ্ঞাপনের প্রচ্ছদগুলো।
রঙ বদলায় লিখনগুলো, এমনকি দেওয়ালগুলোও।
রাতের অন্ধকারে বদলায় পছন্দগুলো।
বদলে বদলে ক্লান্ত ঋতুগুলো,
তবুও বদলায়।
দিন বদলায় রাত বদলায়।
জাত বদলায় পাত বদলায়।
ক্ষমতাও নিয়ম করে হাত বদলায়।
বদলায় আলোর নীচের মানুষগুলোও।
তবু বদলায় না
হাঁপিয়ে মরা জীবনগুলো।
দিনান্তের পান্তাগুলো।