"বোধটা কোথায় গেলো?
সবটাই। সবসমেত কি পুড়ে ছাই হয়ে গেলো?"
ছাইয়ের বোধ!
কতটাই না আমি নির্বোধ !
বুঝিনি
আগেও ছাই ই ছিলো।
শুধু নামটা ।
দেহ ,রক্ত ,মাংস ছিলো।
আর কোথা থেকে
উড়ে এসে জুড়ে বসা
ক্রমাগত বিবর্তন । ল্যাজ খসা।
আর নির্বোধের  অহংকার ।
প্রতিবার বারংবার ।
প্রশ্ণকর্তা শশানভূমি।  
আর শুধু হাহাকার ।
"বোধটা কোথায় গেলো?
সবটাই। সবসমেত কি পুড়ে ছাই হয়ে গেলো?"

গোরস্থান  ? তোমারও কি একই প্রশ্ন ?
প্রতিবার সেই শীতলতার উত্তাপে উষ্ণ ।
আর শুধু হাহাকার ।
ছাইয়ের নাম শুধু মাটি প্রতিবার।
আর হাহাকার ।
"বোধটা কোথায় গেলো?
সবটাই। সবসমেত কি মিশে মাটি  হয়ে গেলো?"