বিতর্কসভা।
পরের বক্তা আমি।
জানেন অন্তর্জামী।
জবাবের পাল্টা জবাব,
সওয়ালের পাল্টা সওয়াল।
রক্তে জমা অভ্যাস ,
বহু জন্মের নির্যাস ।
মাঝে মাঝে সভা জুড়ে করতালি,
সব সব সব জোড়াতালি।
আজ সংখ্যাগুরু
শেষ থেকে শুরু।
জুটেছে অসংখ্য চারপেয়ে আটপেয়ে,
অথবা শুধুই দুপেয়ে।
বুকে হাঁটা অথবা ডানা সাঁটা ,
বা শুধুই লেজওয়ালা চারপেয়ে।
রক্তভক্ত, আমিষের গুণ গেয়ে।
বকে চলেছে অনর্গল ,
বক্তা? একটি মশা,অতি চপল ।
দাবী তার রক্ত,
নির্লজ্জ, আমিষ, রক্তভক্ত
তবে
একটি ছাগল প্রতিবাদ জানায় বটে!
“ওরে ছাগল, কবে বুদ্ধি ঢুকবে ঘটে?
রক্ত শুধুই রক্ত,
এ সৃষ্টির সত্য।
বুঝে গেছে ঐ মশা ,
তবু কেন তোর এই দশা?
রক্ত বিনে নেই মুক্তি
পারলে শুনিস আমার যুক্তি ।
সৃষ্টি শ্রেষ্ঠ আমি
জানেন অন্তর্জামী
মানুষ, মনুষ্যত্বের দাবীদার আমি।
পরের বক্তা আমি"।