জানি ভুলে যাবো আমাকেও।
সৃষ্টি দায় মেটাতে ভুলে যাব নিজেকেও।
মাঝে কটা দিন মায়াবী অনন্তের হাতছানি ।
বহুরূপে তুমি
আর প্রতিবার সেই আমি বিস্মৃতির বহুরূপে।
এ সৃষ্টি বড় একাকী ,জানো।
স্মৃতির মায়াজালে জর্জরিত
হাতড়ে বেড়ায় তোমায় আমায়
একবার বিস্মৃতির আশায়। ।
হে প্রেয়সী ভুলোনা তার ছলনায়।
মুক্তি না চাও তুমি, না আমি।
মিলন হোক প্রতিবার
তোমার আমার
এ বিস্মৃতির আঙিনায়।