চাই শীতল জলের ঐ ঝর্ণাগুলোয়
জলের বদলে আজ ঝরুক আগুন।
বহু,বহু শতাব্দী প্রাচীন
এই শরীরে জমেছে শীতল বিষ,
জমেছে বরফ হয়ে।
হৃদয় হারিয়েছে উষ্ণতা ,
বরফের ছুরি হয়ে হানে আঘাত
সভ্যতার বুকে।
জলের লেখায় প্রমাণ করে লোপাট।
ক্লান্ত আমি শতাব্দীর পর শতাব্দী
এ বিষ বয়ে।
চাইনা আর শীতল জলের মনোরম ঝর্ণা ।
জলের বদলে ঝরুক আগুন,
পূর্ণ অবগাহনে
একটু শুদ্ধ হতে চাই,
একটু উষ্ণ হতে চাই,
ফিরে আসুক হৃদয়ের উষ্ণতা ।