একটি বিন্দু থেকে সেই বিন্দুটিরই।
দূরত্ব
মেপে দেখেছ কখনও?
হয়ত দেখেছও কখনও সখনও।
জানি শূণ্যই পেয়েছ প্রতিবার।
আমিও।
তবে জানো সে শূণ্যের মান,
থুরি মানে থুরি রঙ
বদলে গেছে প্রতিবার।
হয়ত তোমারও।
একটু খেয়াল করে দেখো।
সময় একই বিন্দুকে বদলেছে রারেবার।
হয়ত তাই
শূণ্যের রঙ বদলেছে প্রতিবার।
কখনও লাল কখনও নীল
কখনও হলুদ কখনও সবুজ ।
আবার কখনও বা মিলেমিশে সাদা।
বা কখনও দুর্বোধ্য  অন্ধকার,
জমাট বেঁধে কালো।
একটু খেয়াল করে দেখো
শূণ্যের মান
থুরি মানে থুরি রঙ বদলেছে প্রতিবার।