সময় আর বাধ্য কোরোনা আমায়
তাল মেলাতে।
ক্লান্ত আমি অবসন্ন ।
অনেক দিয়েছি গুণাগার
তোমারই জন্য ।
জন্ম শৈশব যৌবন বার্ধক্য মৃত্যুর চক্রে
ক্লান্ত আমি অবসন্ন ।
একটু থিতোও।
না হয় বও না অন্য কোনো খাতে,
না হয় একবার পথ ছাড়ো,
দেখতে দাও আমায়
কি আছে তোমার ওপারে।
জানি তোমার ওপারে
প্রবেশ নিষেধ।
চলে মুক্তির ব্যবসা।
জানি
ক্লান্ত তুমিও ,তুমিও অবসন্ন ।
চলোনা বিদ্রোহ করি।