হয়ত সবটুকু শেষ।
বা হয়ত শুধু শেষটুকুই বাকি।
বসন্ত । বৃন্তের আলগা বাঁধন।
মাধ্যাকর্ষণ প্রবল।
মাটি ,তুমি সেই প্রতিবারের মত কোল পেতে।
মা কেগো?
যে জন্ম দেয়?
নাকি তুমি ?
যে প্রতিবার কোল পেতে প্রতিবার অপেক্ষায়।
নাকি তুমিই মাগো ।
জনম মরণ , তোমারই রূপ বদল।
আমাকে জন্ম দেয়।
আর দিনের শেষে মাটি হয়ে
প্রতিবার অপেক্ষায়।
লিখছিলাম । হঠাৎ কেমন যেন এলোমেলো হয়ে গেলো। কি লিখতে চাইছিলাম কি লিখলাম। বিষাদ থেকে দর্শন হয়ে গেলো যেন। আবার ঘোরতর আধ্যাত্মবাদ ও বটে। । খুব খুব শক্ত “ কবিতা “লেখা। হোলো না এবারও।
শেষমেষ “বিবিধ “ বিষয়শ্রেণীর ঘাড়ে সমস্ত দায় ফেলে পালালাম।