এ কেমন সৃষ্টি বলোতো?
ভাবলেই হাসি পায়।
প্রতিনিয়ত হত্যালীলা
মারলেই বাঁচা যায়।
মরলে আমি বাঁচবে তুমি,
মরলে তুমি আমি।
কারণ হয়ত মহাপবিত্র
জানেন অন্তর্জামী।
আমি আর তুমি উলুখাগডা
যুদ্ধ রাজায় রাজায়।
তেত্রিশ কোটি রূপের লীলায়
তুমি আমি বলি যায়।
বোঝেনি কখনও, বুঝবেও না
কিবা তাঁর আসে যায়।
মশগুল তিনি আপন খেয়ালে
সৃষ্টি ধ্বংস নেশায়।
তবু ঈশ্বর তবু শুনে রাখো

চলবে না বেশীদিন
দেউলিয়া হবে তোমার মহিমা
শুধতে অশ্রু ঋণ।


এ লেখায় মন্তব্য করে শক্তিমানের রোষানলে নাই বা পড়লেন। বিরত থাকুন।
তবে ঋণাত্মক  মন্তব্য অবশ্যই  নিরাপদ এবং স্বাগত।