প্রশ্ন ছোটে এক ছায়াপথ হতে আর একে।
খোঁজে সম্ভাবনার ভিন্নতা ।
কিন্তু হায় ছায়াপথ !
সীমাবদ্ধ তুমিও বোধ দৃষ্টি অনুভবে ।
হতাশ করো আমায় প্রতি পথে।
আমাকেই উপলক্ষ্য করো প্রতিবার।
আমি তো হারাতেই চেয়েছিলাম আমাকে।
তবু তোমার সেই এক অভিন্নতা ।
কেন্দ্রে শক্তি ,
বাকিটুকু শুধু ঘুর্ণণ, অনুসরণ ।
আদি হতে অন্ত শক্তির পূজন ।
হে বন্ধু হে ছায়াপথ
খুঁজে খুজে মরে আমার প্রশ্ন ,
ভিন্নতা চায় মন।
জানি এ প্রশ্ন অযৌক্তিক , অসম্ভব । ভিন্নতা খুঁজে পাওয়া অসম্ভব অন্তত এই সৃষ্টির কাঠামোতে ,নকশায়। শক্তির স্থান হতেই হবে কেন্দ্রে।আর বাকিটুকু অনুসরণ । না হলে যে ভারসাম্য যাবে গোল্লায়। তবুও না জানি কেন তবুও মন ভিন্নতা চায়। আসলে সম্ভাবনা নামক বোধটাই হয়ত এইধরনের ভাবনাকে উসকায়।
যেন ভাবায় এরকমও একবার হতে পারে,হোক না,দেখা যাক না কি হয়। কেন্দ্রে যদি পরম নয় দুর্বলতমের অধিষ্ঠান হয়।