সম্বল বলতে সেই
তালগাছ একপায়ে দাঁড়িয়ে,
বলো বীর, পালকি চলে,
একটি মোরগের কাহিনী
আর ছোটবেলার পাঠ্যপুস্তক ।
এর বেশী না পড়া হলো,
না দেখা ,না শোনা ।
তাই দিয়েই চলছে এ ভন্ডামি।
চলছে চলুক,
যতদিন চলে ।
চলুক কাব্যের নামে
একান্ত আপন ভাবের সম্প্রসারণ ।
চলুক ভন্ডামি,
চলুক কাব্যের নামে ভাব সম্প্রসারণ ।