সীমাহীন সীমাবদ্ধতা ।
ভুরিভুরি ভুল ,অহেতুক অহংকার ।
ক্লান্ত একঘেয়ে পুনরাবৃত্তি ,
পূব থেকে পশ্চিম ,
পশ্চিম থেকে পূব।
কুঁড়ি থেকে ফুল ,অনিশ্চিত অপেক্ষা,
প্রারব্ধের সান্তনা ।
অজানার আজীবন উপেক্ষা ।
ভালোই লাগতো।
যদি একবার ,
অন্তত একটিবার।
পেতাম যদি একমুঠো সরষে,
কোনো একটি ঘর থেকে।
কোনো একটি জীবন থেকে।
ভালোই লাগতো।