আর ভালো লাগছে না সেই সব জানাকে।
অজানা যত সবই কল্পনা ।
কখনও ধর্মীয় ছাপ্পা।
কখনও বৈজ্ঞানিক ধাপ্পা।
অনুভুতিও অসত্য । নির্ভরশীল । পছন্দসই মননে।
দুচোখ দেখে । কিছু ছবি এঁকে বোঝায় মনকে।
ফিসফিসানি শোনে মুখ, হয়ত।
বলে কয়েক ঝুড়ি।
মুখ থুড়ি জিব থুড়ি ঠোঁট কিন্ত কিস্যু দেখেনি।
এবং কিস্যুটি বোঝেনি।
তবু তোমার সেই
“আমি তোমায় ভালোবাসি”।
আমারও।
আমারও
মুখ থুড়ি জিব থুড়ি ঠোঁট কিন্ত কিস্যু দেখেনি।
এবং কিস্যুটি বোঝেনি।