বলেছিলো
ভালো থাকতে হবে।
তাই বলে দিও
খুব ভালো আছি।
ভাবিনি পারবো আবার।
বলে দিও
আবার পড়েছি প্রেমে,
নতুন করে আবার।
আষ্ঠেপৃষ্ঠে জড়িয়েছি আবার যাকে
সঁপেছি তাকে
আমার সবটুকু,যা ছিলো বাকি।
সবটুকু কান্না এখন শুধু তার।
বলে দিও
একরাশ জগতজোড়া শূন্যতার
প্রেমে পড়েছি এবার।
নিয়তিও মানবে এবার হার।