একটি মশা বসলো গালে। ।
বুঝলাম কামড়টা খেয়ে।
কামড়
এবং তার অনুভুতির মাঝে
বয়ে গেলো
খুব অল্প হলেও
খানিকটা সময়।
চালালাম হাত  সঙ্গে সঙ্গেই
সময়ের পরোয়া না করেই।
জানিনা
ততক্ষণে হয়তো সে উড়ে গেছে।
বা হয়তো না।
তার ভবলীলা সাঙ্গ হতে
থাকতে হবে বসে তাকে,
আমার গালে
আমার বর্তমানে থুরি তার অতীতে।
বুঝলাম সে ছিলো না,
নিজের গালে নিজের থাপ্পড়  খেয়ে।
অতীতেই কেটে গেলো গোটা জীবন।
এলোপাথাড়ি
ভাগ্যের সাথে জুয়া খেলে।