তুমি তো থাকবে না আমার সেদিনে।
আমি কিন্ত ছিলাম তোমার সেদিনে।
আমাদের শেষদিনে।
বেশ ভালো হবে বলো?
সাবলম্বী আমি।
অনন্তের পথগামী।
একা একা আলোর খোঁজে।
যে আলো আজ তুমি নিজে।
অন্ধকার সে রাত্রি ।
আগুনের খোঁজে নিঃসঙ্গ এক যাত্রী ।
আলোর খোঁজে নিঃসঙ্গ এক যাত্রী ।
বেশ ভালো হবে বলো?