বেঁচে আছি
হ্যাঁ বলছি তো। বেঁচে আছি প্রতি মুহূর্তে ।
প্রতিদিনে প্রতিরাতে।
প্রতি দু:খে প্রতি সুখে । শর্তে নিঃশর্তে।
মুগ্ধতায় ধিক্কারে মৌনতায় চিৎকারে।
কখনও ভোরের পাখি হয়ে,
কখনও ঝড়ে যাওয়া ফুল হয়ে।
শুধু ছাই হওয়াটুকুই বাকি।
তবু কেন তোমার এ প্রশ্ন বারেবার।
“কবি তুমি বেঁচে আছো?”