বড্ড  পুরোনো হয়ে গেছিলো
বন্ধুত্বগুলো,
বড্ড  সেকেলে,বড্ড একঘেয়ে,
সেই এক বন্ধুগুলো আর এক বন্ধুত্বগুলো।
তাই সব ফেলে পাড়ি দিয়েছিলাম,
পাড়ি দিয়েছিলাম নতুন বন্ধুর খোঁজে।
পেয়েছিলামও অনেক
এক্কেবারে ঝকমকে, তাজা,
নতুন অনেক বন্ধু আর তাদের বন্ধুত্ব।
ঠিক যেমনটা  চেয়েছিলাম।
কিন্তু জানো
সবাই যেন কেমন উধাত্ত হয়ে গেলো,
যেদিন চাকরিটা চলে গেলো।
ফিরতে হোলো আবার।
থুড়ি
ফিরিয়ে নিয়ে গেলো,
নিয়ে গেলো সেই সেকেলেগুলো, সেই একঘেয়েগুলো।
বড্ড রাগ হয়।