শুনতে পাও?
কান পেতো শুনতে পাবে।
এ জগত জুড়ে শুধু গুটিকয়েক অট্টহাস্য
আর অজস্র অসংখ্য কান্না।
জানি কাঁদছো তুমিও।
কাঁদছি আমিও।
চলো না ঐ গুটিকয়েক অট্টহাস্যের টুঁটিগুলো চেপে ধরি।
শ্বাসরুদ্ধ অশ্রুসজল অট্টহাস্যগুলোর
কান্না দেখে,
চলো না অট্টহাস্যে মেতে উঠি
তুমি আমি আর বাকি সব কান্নাগুলো।
সময় হয়েছে
এবার গুটিকয়েকের কাঁদার পালা।
তারপর কান পেতো আবার।
শুনতে পাবে
গোটা পৃথিবী জুড়ে
অজস্র অসংখ্য অট্টহাস্য ।
আর মাত্র গুটিকয়েক কান্না।
শুধু টুঁটিগুলো শক্ত করে ধরে রেখো ।