আমি পারি না।
তোমরা পারো।রাত নামে রোজ।
অামার অক্ষমতার আকাশজুড়ে।
কলম খোঁজে হাত,
খোঁজে একটি পাতা ,একটি খাতা।
অপূর্ণ বাসনা রোজ খোঁজে একটি সুর্যাস্ত।
হয়ত কোনো কবিতা লেখেনা কখনও কবি,
শুধু খোঁজে আত্মতৃপ্তি ।
খুঁজে মরে
একটি পাতা একটি খাতা।
আত্মসম্ভোগের খোঁজে ।
খুঁজে পাইনা আমি
কোনো একটি পাতা একটি খাতা।
তবু তুমি
হয়ত কবি নয় বলেই পারো।
কিন্তু তবু
পাও তুমি খুঁজে রোজ
একটি পাতা একটি খাতা।
ঈর্শান্বিত আমি সে অকবিত্বের খোঁজে ।
কিন্তু ,তবু।
আমি পারি না।
তোমরা পারো।রাত নামে রোজ।
অামার অক্ষমতার আকাশজুড়ে।
কলম খোঁজে হাত,
খোঁজে একটি পাতা ,একটি খাতা।