একদম ভালো লাগছে না,
ভালো লাগছে না মানুষটাকে দেখতে।
কিরকম একটা অস্বস্তি লাগছে,
যতবার চোখে পড়ছে চোখ
ছিঁড়ে খাচ্ছে যেন আমাকে চাহনিতে
খানিক ব্যঙ্গমিশ্রিত দৃষ্টি
যেন জানে আমার সব ভুল,
আমার সব দুর্বলতাকে,
হাড়েহাড়ে চেনে আমার সুবিধাবাদী সত্তাকে,
খবর জানে আমার সব মানিয়ে নেওয়ার।
পারলে মুখোশটাকে এক্ষুনি টেনে ছিঁড়ে ফেলবে,
নগ্ন করে দেবে আমাকে।
প্রকাশ করে দেবে আমার স্বরূপ ।
বুঝতে পারছো না তোমরা !
এক্ষুনি
এক্ষুণি সরিয়ে নিয়ে যাও ,
সরিয়ে নিয়ে যাও মানুষটাকে,
আমার চোখের সামনে থেকে।
সরিয়ে নিয়ে যাও আয়নাটাকে।