ফুলটা রেখেছিলাম জানো,
সেইদিনই বাড়ি ফিরে,
ফিরেই কোনো একটা বইএর পাতায় ,
অথবা কোনো খাতাও হতে পারে।
ঠিক মনে নেই,
অনেকটা তোমাকে মনে রাখার মত।
আছে জানি কিন্ত কোথায় ?
এসো তো একদিন ঠিক আগের মত,
ঠিক যখন আমি একা হব,
দিনের সূর্যের মত,
আমারই আলোয় দিওনা খুঁজে
আগের মত,
তোমার দেওয়া ফুলটাকে।
আছে জানি কিন্ত কোথায় ?