ভুলোনা বন্ধু ।
কিছু শুকনো ডালপালাও
ক্রমাগত দ্রোহের ঘর্ষণে
সৃষ্টি করতে পারে দাবানল।
গোটা একটা অরণ্য জুড়ে।
তবুও আজ বারুদের স্তূপগুলো।
বিশ্ব জুড়ে চকমকি পাথরগুলো।
এমন কি শুকনো ডালপালা গুলোও।
কি জানি কেন
পড়ে থাকে অস্পৃশ্যের মত।
হয়তো হাতগুলো আজ শরীরের উত্তাপেই তুষ্ট।
মেনে নেওয়ার বাইরে
আর কিছু মানতেই চায় না।
তবু হতাশ নই
আশা রাখি
দ্রোহ আজ বীজরূপে সুপ্ত।
মাটির তলায় পোক্ত করছে জমি।
আশা রাখি বীজটা বাঁশের।