কবিতা তুই থাক কবির কলমে।
আতিশয্যের খাতায়।
আদিখ্যেতার প্রতি পাতায়।
দূর হঠ আমার দু চক্ষু হতে।
লীন হ তুই পঞ্চভুতে।
জনা পাঁচ ভুত বা আরও বেশী।
সবকটি ভুত স্বপ্নবিলাসী।
মুক্তি নেই এ অকবির।
প্রতিবার সেই নতজানু নতশীর।
পঞ্চভুতও সেই কবিতা লেখায়।
স্বপ্ন দেখায়। কবিতা লেখায়।
তবুও আশায়।
কবিতা তুই থাক কবির কলমে।
আতিশয্যের খাতায়।
আদিখ্যেতার প্রতি পাতায়।