কাল অফিস থেকে ফেরার পথে
একটা প্রদীপ খুঁজে পেয়েছি।
আলাদীনের কিনা বলতে পারবো না
তবে বেশ পুরোনো
জৌলুস হারানো
একটা প্রদীপ ।
রূপকথার গল্পের প্রভাবই হোক
বা বালখিল্যতাই হোক।
দিলাম ঘষে আঙুল দিয়ে বেশ কয়েকবার।
কি হোলো জানো?
দাঁড়াও দরজাটা বন্ধ করি এবার।
যা বলছিলাম
ঘষে তো দিলাম
ভয় ভয়।
জীন দৈত্য কেউ নয়।
স্পষ্ট দেখলাম কি হবে হাল
আমার জীবনে আগামীকাল।
তবে পরশু নয় তরশু নয়
শুধুই কেবল আগামীকাল।
আর বলবো কি ভাই!
এখনও অবধি
প্রতি মুহূর্তে ঘটেছেও তাই।
কিন্তু সন্ধ্যা থেকে ধরেছে ভয়
মন তো কালকে জানতে চায়।
এটাও ঠিক
এখন আছেও আমার উপায়।
কিন্তু ভয় ধরেছে একটাই
প্রদীপ ঘষে যদি দেখি
আগামীকালে
কোনোক্ষণ হতে আমি আর নাই।