মানতে বড় কষ্ট  তাই না?
এটা এরকমই। তাই না?
তাই তো ঈশ্বর।
তাইতো  পুনর্জন্ম ।  তাই তো  আধ্যাত্মবাদ ।
অপূর্ণ ইচ্ছের নাম ঈশ্বর তাই তো।
তাই তো স্বর্গ ।
তাই তো নরক ।
জান্নাত তাই তো। তাই তো জাহান্নম।
হেভেন হেল  তাই তো।
চার্বাক?  বেশ বেসুরো লাগছে?
বাজছে বাজছে একই সুর বাজছে।
জানি তোমার কানেও বাজছে।
শুধু
মানতে বড় কষ্ট  তাই না?
এটা এরকমই। তাই না?
আর“ ধার”? “ধার করে ঘৃত?”
সে তো শুরু থেকেই । শেষঅবধি।
হীনমন্যতায় ভুগোনা বন্ধু।
সুদসমেত উসুল হয় এমনিতেও।
মৃত্যুর নামে আগে এবং পরে।
তবু
মানতে বড় কষ্ট  তাই না?
এটা এরকমই। তাই না?
অপূর্ণ ইচ্ছের নাম ঈশ্বর তাই তো।