আমি অপেক্ষা করি মৃত্যুর নয়,
সে তো কড়া নাড়ে রোজই।
আমি অপেক্ষা করি জন্মেরও নয়
সে তো প্রতিভাত প্রতিক্ষণ মননে ,শরীরে।
আমি অপেক্ষা করি সুখের নয়,
সে তো উপলব্ধ দুঃখের তারতম্যে।
আমি অপেক্ষা করি দুঃখেরও নয়,
তাকে তো পাই এমনিই, তাঁকে বিশ্বাসে।
আমি অপেক্ষা করি দু মুঠো অন্নের,
যা জোটেনি এখনও অনেক অনেক মুখে।
আমি অপেক্ষা করি এক ফোঁটা শান্তির,
যা বর্ষায়নি এখনও অনেক অনেক বুকে।