সারাদিন  জেগে একই অপেক্ষা ।
যদি সব আগের মত হয়ে যায়,
জাগি সারাদিন স্বপ্নের অপেক্ষায়।

রোজ সারাদিন স্বপ্নকে লিখি চিঠি
”রাতে আজ তুমি দুয়ার খুলে রেখো।
আমি ঘুমোলেও তুমি তবু জেগে থেকো।

আসবে আমার মনের মানুষ ফিরে।
ফাঁকি দিয়ে নিয়তির পাহারায়,
ফিরে আসবেই ঠিকানায়”।

জাগি সারাদিন স্বপ্নের অপেক্ষায়।